Thursday, December 26, 2024
বাড়িরাজ্যআটক নেশা কারবারি

আটক নেশা কারবারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন :  ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, এসকফ সিরাপ সহ আটক এক নেশা কারবারি। সোনামুড়া থানা পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়ে তামসাবাড়ী এলাকা থেকে তাকে আটক করেছে।

সোনামুড়া থানার ওসি জানান, অভিযান চালিয়ে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ব্রাউন সুগার ও ২৮ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ আটক করে পুলিশ। নেশা কারবারি নাম মুশফিকুর রহমান। অভিযুক্ত নেশা কারবারির বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করবে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য