স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, এসকফ সিরাপ সহ আটক এক নেশা কারবারি। সোনামুড়া থানা পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়ে তামসাবাড়ী এলাকা থেকে তাকে আটক করেছে।
সোনামুড়া থানার ওসি জানান, অভিযান চালিয়ে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ব্রাউন সুগার ও ২৮ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ আটক করে পুলিশ। নেশা কারবারি নাম মুশফিকুর রহমান। অভিযুক্ত নেশা কারবারির বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করবে পুলিশ।