স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : রাজধানীর সীমান্তবর্তী এলাকা জয়পুর থেকে আটক চুরি যাওয়া নম্বর বিহীন বাইক। পুলিশ বাইকের সাথে আটক করেছে দুই দাগি চোরকে। তাদের মধ্যে একজন ভারতের বাসিন্দা এবং অপরজন বাংলাদেশের বাসিন্দা। পুলিশের কাছে দুজনেই দাগি চোর বলে পরিচিত।
এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে জয়পুর এলাকা থেকে একটি নম্বর বিহীন বাইক সহ দুজনকে আটক করা হয়েছে। ধৃত দুজনের নাম আলমগীর হোসেন এবং অভিজিৎ হাসান। অভিজিতের বাড়ি বাংলাদেশে এবং আলমগীরের বাড়ি রাজধানীর চান্দিনামুড়া এলাকায়। পুলিশ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, গত একমাস আগে বাইকটি চুরি করেছিল তারা। তারা আরো বহু বাইক চুরির ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা। তারপর পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে পুলিশ রিমান্ডের দাবি করে আদালতে তুলে সোমবার।