স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : সাব্রুমের মনু-বনকুল ধর্মাদীপা স্কুলের এক শিক্ষিকার দেহ উদ্ধার। নাম স্বপ্না চাকমা। তিনি ধর্মাদিপা স্কুলের শিক্ষিকা ছিলেন। বাড়ি কাঞ্চনপুরে। ঘটনার তদন্তে নেমেছে সাব্রুম থানার অন্তর্গত মনকুল ফাঁড়ির পুলিশ।
জানা যায়, তিনি স্কুলের পাশে নব ত্রিপুরার বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে বাড়ির লোকজন দেখতে পায় দেহ ঝুলছে। এই ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে যায় মনু-বনকুল আউট পোস্ট থানার পুলিশ। পুলিশ শিক্ষিকা মৃতদেহ সাথে সাথে উদ্ধার না করে আগরতলা থেকে ফরেনসিক টিমকে ঘটনাস্থলে নিয়ে যায় রবিবার। ময়না তদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার পর মৃত স্বপ্না চাকমার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় পুলিশ। পরিকল্পিত খুন নাকি ফাঁসিতে আত্মহত্যা, ধোয়াশায় রয়েছে পুলিশ। এই ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।