স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়া থানার পুলিশ দুই গরু চোরকে আটক করতে সক্ষম হয়। ধৃত দুই গরু চোরের নাম শাহজাহান মিয়া ও মিজান মিয়া। বুধবার ৭ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে বিলোনিয়া থানার পুলিশ। ধৃত শাহজাহান মিয়ার বাড়ি শান্তির বাজার মহাকুমার বাইখোরা এলাকায়। অপরদিকে মিজান মিয়ার বাড়ি সোনামুড়া মহাকুমার মেলাঘর এলাকায়। বিলোনীয়া থানার ওসি জানান ১১ জুন গভীর রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীব নাগের বাড়ি থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
বাড়ির মালিক সঞ্জীব নাগ এই বিষয়ে বিলোনিয়া থানার পুলিশকে অবগত করে। ঘটনার বিষয়ে জানার পর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। এবং গরু চুরির বিষয়ে বিভিন্ন থানার পুলিশকে অবগত করে। ১২ জুন রাতে TR-07G-0278 নাম্বারের একটি ইকো গাড়িকে উদয়পুরের কাকারাবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় গরু গুলো। এই ইকো গাড়ি থেকে মোট চারটি গরু উদ্ধার হয়। ইকো গাড়ি থেকে গরু উদ্ধার হলেও গাড়ির চালক পালিয়ে যায়। পরবর্তী সময় পুলিশ সুত্র মারফত খবর পেয়ে মেলাঘর থানার সহযোগিতা নিয়ে মেলাঘর এলাকা থেকে মিজান মিয়াকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পরবর্তী সময় শাহজাহান মিয়াকে আটক করা হয়।