Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যজব ফেয়ারে চাকরি প্রত্যাশীদের দীর্ঘ লাইন

জব ফেয়ারে চাকরি প্রত্যাশীদের দীর্ঘ লাইন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুন : রাজ্যের অন্যতম জলন্ত সমস্যা বেকার সমস্যা। শিক্ষিত বেকারের সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে, কিন্তু নিয়োগের হার অনেকটাই নিম্নমুখী। ২০২১, ২২ সালের বিভিন্ন শূন্য পদ এখনো পূরণ হয়নি। প্রতিদিন সকাল থেকে মন্ত্রীর বাড়ির সামনে কিংবা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করার জন্য দপ্তরের দরজায় ধর্নায় বসছে চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা।

কিন্তু মিলছে না কোন আশা অনুরূপ সাড়া। তবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বেসরকারি সংস্থাতে লোক নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ঘটা করে জব ফেয়ার নামে এক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় লোক নিয়োগ করে। তেমনভাবে প্রচার না করা হলেও ব্যাপক সাজসজ্জা মধ্য দিয়ে নিয়োগ করার জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের আজকে প্রথম এ বছরের জব ফেয়ার অনুষ্ঠিত হয়। আগরতলা অফিস লেন স্থিত শ্রম দপ্তরের কার্যালয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। তিনটি সংস্থার পক্ষ থেকে এদিন দুই শতাধিক শূন্য পদ পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। সকাল থেকেই ছিল কর্মসংস্থানের আশায় প্রত্যাশী যুবক-যুবতীদের দীর্ঘ লাইন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল। কিন্তু দীর্ঘ লাইনে শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকেরাই ছিল না, পাশাপাশি ছিল বিভিন্ন ডিগ্রি প্রাপ্ত উচ্চ শিক্ষিত যুবক-যুবতী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য