Monday, February 17, 2025
বাড়িরাজ্যআসাম থেকে ত্রিপুরায় ডাকাতি করতে আসার সময় আটক ডাকাত

আসাম থেকে ত্রিপুরায় ডাকাতি করতে আসার সময় আটক ডাকাত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : আসাম থেকে ত্রিপুরায় ডাকাতি করতে আসার সময় ধর্মনগর এবং বাগবাসা থানার পুলিশের হাতে আটক ডাকাত। রবিবার গভীর রাতে ডাকাতকে আটক করেছে পুলিশ। আসামের একটি অটো গাড়ি সহ এক ডাকাতকে আটক করল ধর্মনগর থানার। জানা যায়, গভীর রাতে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আছে AS 10 B C 2114 নম্বরের আসামের একটি যাত্রীবাহী অটোতে করে করিমগঞ্জ থেকে ৬/৭ জনের ডাকাতের একটি দল ধর্মনগর মহকুমায় প্রবেশ করেন। সঙ্গে সঙ্গেই বাগবাসা থানার পুলিশ এবং ধর্মনগর থানার পুলিশ ডাকাতদের আটক করতে অভিযানে নেমে পড়ে।

ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি সরকার জানিয়েছেন আসামের সেই অটো গাড়ির দ্রুত গতিতে ধর্মনগর শহরে প্রবেশ করেছিল। পেট্রোলিং এর দায়িত্বে থাকা পুলিশ তখন গাড়িটিকে তাড়া করে। এরই মধ্যে সেই আসামের গাড়িটি থেকে ৫-৬ জন ডাকাত পালিয়ে যায়। পুলিশ অটো গাড়িটি সহ একজনকে আটক করে। পুলিশ অটো গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি শাবল সহ লাঠি এবং লোহার তৈরি বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। ধৃত ডাকাত পুলিশকে জানিয়েছে তারা ধর্মনগর শহরে ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল। তার কাছ থেকে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে ধর্মনগর থানার পুলিশ। অভিযুক্তদের গারদে পুড়তে ইতিমধ্যেই পুলিশ অভিযান শুরু করে দিয়েছে। ধর্মনগর এবং বাগবাসা থানার পুলিশের তৎপরতায় বড়োসড় ডাকাতির ঘটনা থেকে রক্ষা পেয়ে গেল ধর্মনগর মহকুমা। অটো গাড়ি থেকে যে ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ তাতে স্পষ্ট ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যেই ধর্মনগর মহকুমায় পা ফেলেছিল। আসামের করিমগঞ্জ জেলার ডাকাতরা ত্রিপুরায় ডাকাতির ঘটনার সঙ্গে যে জড়িত তা আরো একবার প্রমাণিত হয়ে গেল। এই ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবারে সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য