স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মনগরে প্রবল বর্ষণ। বর্ষণে ধর্মনগরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে যায়। শহরের জেল রোড, নয়াপাড়া রোড, বাবুর বাজার, রাজবাড়ি শুধু তাই নয় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জলের বর্ষণে প্লাবিত হয়ে যায়। মানুষের বাড়ি ঘরে জল ঢুকে পড়ে। শহরের জল নিকাশি ব্যবস্থা খারাপ থাকায় অনেক লোকের ঘরের মধ্যে বৃষ্টির জল প্রবেশ করে বন্যার সৃষ্টি করে।
তাছাড়া আগে বিভিন্ন জায়গা খালি ছিল, এখন সেই সব জায়গায় ঘন জনবসতির কারণে নতুন বাড়ি বানানোতে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। তাই শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে পড়ে। নোয়াগাঁঙ বাজারে জলের কারণে বাজার স্তব্ধ হয়ে পড়ে। বৃষ্টির কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। দোকানপাট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সকাল থেকে খোলেনি। সঙ্গে এদিন ঈদের কারণে সরকারি অফিস কাছারি বন্ধ থাকায় শহর পুরোপুরি স্তব্ধ। বাজারের দোকানদারেরা দোকান খুলতে পারেনি। প্রশাসনিক উদ্যোগ কিছুটা লক্ষ্য করা যায়। বৃষ্টির জলে প্লাবিত ধর্মনগরকে দেখতে একটা শ্রেণীর মানুষ বের হয় কিন্তু জলের প্রকোপে তাদের উৎসাহ বিভ্রান্তিতে পরিণত হয়। বিকেলের দিকে বৃষ্টি কমে গেলেও বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে পড়ে। যেভাবে জলের নামার কথা সেভাবে জল নামতে পারছে না বলে এলাকাবাসীর অভিমত।