Sunday, September 8, 2024
বাড়িরাজ্যজুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন

জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সোমবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। তিনি জানান বর্তমানে যে পঞ্চায়েত বডি কাজ করছে, তার মেয়াদ আগামি আগস্ট মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে।

নির্বাচন কমিশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সঠিক সময়ে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার জন্য। ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে ইতিমধ্যে পুলিশ স্টেশনের সংখ্যা চূড়ান্ত করে নেওয়া হয়েছে। ৩৫ টি ব্লকে মোট পোলিং স্টেশন রয়েছে ২ হাজার ৬৫০ টি। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি জানানোর কাজ চলছে বর্তমানে। এই কাজ চলবে ২৪ জুন পর্যন্ত। খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছে ১২ লক্ষ ৯৫ হাজার ৮৬ জন। এইবারের নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে  ৩৫ টি ব্লকে মোট আসন রয়েছে ৬ হাজার ৩৭০ টি, ৩৫ টি পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে ৪২৩ টি, এবং ৮ টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬ টি। ২৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পর রাজ্য সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য