স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : প্রত্যাশিতভাবে জয় পেলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বিজেপি প্রার্থী দীপক মজুমদারের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআইএম প্রার্থী রতন দাস। রতন দাসকে পরাজিত করে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয় ধরে রাখলেন দীপক মজুমদার। বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যায় ফলাফল।
রামনগর বাসী এসে জমায়েত হয় উমাকান্ত স্কুল চত্বরে। জয়ের উল্লাসের সামনে হয় পুরুষ মহিলা উভয়ে। গেরুয়া আবির খেলে উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থকরা। সেই সঙ্গে ছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের বিশাল ব্যবধানে জয় ও এই গেরুয়া উল্লাসের কেন্দ্র বিন্দুতে। বিপ্লব কুমার দেব এবং দীপক মজুমদারকে নিয়ে বিজেপির কার্যকর্তারা দিতে থাকে জয়ধ্বনি। উল্লাস থেকে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য মোতায়েন করা হয়েছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কার্যকর্তারা আবির খেলার মধ্য দিয়ে মেতে উঠে। উপস্থিত ছিলেন নিগমের প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটর রাও। কার্যকর্তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন নানা ধরনের বাদ্যযন্ত্রের তালে তালে। কার্যকর্তারা বাদ্যযন্ত্রের তালে তালে মেতে উঠে জয়ের নৃত্যেও।