Saturday, July 27, 2024
বাড়িরাজ্যশ্রী শ্রী লোকনাথের ১৩৪ তম তিরোধান দিবস

শ্রী শ্রী লোকনাথের ১৩৪ তম তিরোধান দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : ১৯ জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথের ১৩৪ তম তিরোধান দিবস। অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান উৎসবের আয়োজন করা হয়। লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ৮ টায় লোকনাথ আশ্রমে বাল্য ভোগ প্রদান করা হয়।

তারপর লোকনাথ বাবার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তদের অঞ্জলি প্রদান করা হয়। দুপুর ১ টায় বিতরণ করা হয় মহা প্রসাদ। লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে এইদিন লোকনাথ আশ্রমের সামনে বসে মেলা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকান নিয়ে বসেন। লোকনাথ আশ্রমের সম্পাদক অমূল্য ভট্টাচার্য জানান শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে ১৯ মে আশ্রম প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ২৬ মে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। আগামী দিনে মেধাবী দুঃস্থ ছাত্র-ছাত্রিদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য