Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিদ্যাজ্যোতি প্রকল্পের বলি আরো এক ছাত্র

বিদ্যাজ্যোতি প্রকল্পের বলি আরো এক ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : মাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় আত্মঘাতী বিদ্যাজ্যোতি স্কুলের এক ছাত্র-র। ঘটনা চড়িলামের কালীটিলা এলাকায়। এলাকার বাসিন্দা অমিত রায় ওরফে সাগর মা-বাবার একমাত্র সন্তান। এই বছর চড়িলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে সে। কিন্তু একটি বিষয়ে ১ নাম্বারের জন্য ফেল করে সাগর। তার জন্য মা-বাবা সাগরকে বকাবকি করে।

এরই মধ্যে গত সোমবার নিজ বাড়িতে কীটনাশক খেয়ে নেয় সাগর। পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। দীর্ঘ পাঁচ দিন চিকিৎসার পর চিকিৎসকের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে অমিত রায় ওরফে সাগর। শনিবার দুপুরে অমিত রায়ের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তারপর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙ্গে পরে মা-বাবা সহ পরিবার পরিজনরা। স্থানীয় এক ব্যক্তি জানান মাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে সে ফেল করে। তারপর সে ঐ বিষয়ে পুনঃরায় পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিদ্যালয়েও গিয়েছিল সে। এরই মধ্যে সে কীটনাশক খেয়ে নেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য