Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসুশাসন পৌঁছায় নি গ্রামে, গর্তের জল আজও তৃষ্ণা মেটায়

সুশাসন পৌঁছায় নি গ্রামে, গর্তের জল আজও তৃষ্ণা মেটায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : উন্নয়নের ধরা ছোঁয়ার বাইরে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের কামুকছড়া ভিলেজের বাগানপাড়ার। এই প্রত্যন্ত গ্রামে ৩০ পরিবারের বসবাস। পানীয় জলের তৃষ্ণা মেটানোর জন্য গিরিবাসীদের যুগ যুগ ধরে গিরিপথ অতিক্রম করে পানীয় জল আনার জন্য যেতে হয়। তৃষ্ণা মেটাতে হচ্ছে গর্তের নোংরা জল পান করে। বৃষ্টির সময় তারা পানের জন্য ব্যবহার করছে বৃষ্টির জলকে পরিস্রাবন পদ্ধতিতে। গিরি বাসিদের ছেলেমেয়েদের পঠন পাঠনেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুর্বল থেকে দুর্বলতর যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় বিধায়ক বিশ্বকেতু দেববর্মা বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য। তার গোচরে কি রয়েছে গোটা বিষয়টি? যদি বছরে থেকে থাকে তাহলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তিনিই বলতে পারবেন। আর যদি তার গোচরে না থাকে, তাহলে প্রশ্নটা হচ্ছে একজন জনপ্রতিনিধি হিসেবে তার এলাকার এধরনের পরিস্থিতির খোঁজ খবর রাখার কি কোন ধরনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি? যারাই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন তাদেরকেই দেখা যায় এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আর দশকের পর দশক ব্রাত্য হয়ে থাকতে। তবে জানা নেই কবে তাদের কাছে পৌঁছাবে সুশাসন। নাকি সুশাসন শুধুমাত্র স্থানীয় বিধায়ক বৃষকেতু দেববর্মার ঘরের দোয়ার পর্যন্তই থাকবে! তবে থানসা নেতা বোবাগ্রা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সব শেষে জোট করেন তিনি। এখন হয় সামাজিক মাধ্যমে এসে জনজাতির সমস্যা নিয়ে সরকারের উদ্দেশ্যে আওয়াজ তুলেন না তিনি। প্রতিশ্রুতি, আবেগ সবকিছু আজ ধূলিসাৎ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য