স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : বি এস এফ -এর পোশাক পরিধান করে বিশ্রামগঞ্জের পর এবার বিশালগড়ে প্রতারণার শিকার দুই ব্যবসায়ী। অভিযোগ সোমবার সকালে বি এস এফ -এর পোশাক পরিধান করে এক ব্যক্তি বাজারে এসে এক মুদির দোকানে গিয়ে দোকানের কর্ণধার রিপন সাহার কাছ থেকে ১৮,৬৯৫ টাকা জিনিস ক্রয় করে টাকা না দিয়ে বরং ৪০০ টাকা নিয়ে পাশের দোকান থেকে আসছে বলে যায়, এবং বলে যায় ক্যাম্পের ক্যান্টিনের গাড়ি আসার পর চারশো টাকা সহ ১৮,৬৯৫ টাকা দেওয়া হবে।
তারপর বাজারের এক মাছ বিক্রেতার কাছে গিয়ে ১৫ কেজি মাছ ক্রয় করে ৪২০০ টাকা চেয়ে নিয়ে বলে কিছুক্ষণ পর ক্যাম্পের থেকে লোক আসলে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে। তারপর সেই মাছ বিক্রেতা ইন্দ্রজিৎ দাসের সাথে প্রতারণা করে চম্পট দেয় অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশালগড় বাজারে। বিশ্রামগঞ্জের পর বিশালগড় বাজারে এ ধরনের ঘটনা রীতিমত আতঙ্ক হওয়ার মতো ঘটনা। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠেছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য।