Sunday, September 8, 2024
বাড়িরাজ্যশহর পরিদর্শনে বের হলেন মেয়র দীপক মজুমদার

শহর পরিদর্শনে বের হলেন মেয়র দীপক মজুমদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে :রেমালের প্রভাবে সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগরতলা শহরে। বিগত দিনগুলিতে এমন প্রবল বৃষ্টিতে আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়েছে। কারণ আগরতলার সবচেয়ে বড় সমস্যা গুলির মধ্যে একটি হল জল ডুবি। সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে আগরতলা শহরের নিম্নাঞ্চল গুলি জল মগ্ন হয়ে যায়।

বাম আমল থেকে এই সমস্যা চলে আসছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আগরতলা শহরের জল নিষ্কাশনি ব্যবস্থা উন্নত করা হয়েছে। বৃষ্টির জল নিষ্কাশনের জন্য আগরতলা শহরের একাধিক স্থানে বসানো হয়েছে উন্নত মানের পাম্প মেশিন। সোমবার বৃষ্টি হওয়ার সাথে সাথে এই পাম্প গুলি পরিদর্শনে বের হন নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। পাম্প মেশিন গুলি পরিদর্শন করে দেখার পর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন সমগ্র বছর আগরতলা পুর নিগম বৃষ্টির সময় প্রস্তুত থাকে। প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল পাম্প চালু রয়েছে। ডিজেল চালিত ৫ টি পাম্প রয়েছে। বজ্রপাত হলে কিছুটা সমস্যা হয়ে যায়। বিদ্যুৎ চালিত পাম্প গুলি বন্ধ রাখতে হয়। ফলে কিছু সময়ের জন্য জল জমে যায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য অতিরিক্ত কর্মী রয়েছে। দিবারাত্রি কাজ করছে কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য