Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যট্রেনে উঠতে গিয়ে গুরুতর আহত মহিলা

ট্রেনে উঠতে গিয়ে গুরুতর আহত মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে গিয়ে ঘটলো ভয়াবহ ঘটনার শিকার এক মহিলা। আহত মহিলার নাম ফুলমতি সরকার। পরে আহত মহিলাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ঘটনায় বিবরণে জানা যায়, রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ফুলমতি সরকার নামে এক মহিলা।

 ট্রেন দাঁড়ানোর পর ভুল কামরায় উঠে পড়েন ফুলমতি সরকার। তখন অন্যান্য যাত্রীরা ফুলমতি সরকারকে বলেন এটা উনার কামরা নয়। এটা রিজার্ভেশন কামরা। তখন ফুলমতি সরকার এই কামরা থেকে নেমে অন্য কামরায় উঠতে যাওয়ার সময় অন্যান্য যাত্রী ধাক্কায় পড়ে যায় ট্রেনের দরজায়। তখন ট্রেন ছেড়ে যাওয়ায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য