স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : রবিবার দুর্গা চৌমুহনি স্থিত বিপনী বিতানে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত টি এস ই সি এল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘের এক দিবসীয় সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী দেবশ্রী কলই।
এদিন কর্মশালায় আলোচনা হয় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে। আগামী দিনে সমস্ত ঘাটতি পূরণ করে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় এবং নতুন ভাবে ইউনিয়ন গঠন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান সংগঠনের সভানেত্রী দেবশ্রী কলই।