স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : চিকিৎসা পরিষেবার মত জরুরী পরিষেবা যেখানে ২৪ ঘন্টা পাওয়ার কথা সাধারণ মানুষের সেখানে প্রকাশ্য দিন দুপুরে মূল গেইটে ঝুলছে তালা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চিকিৎসা পরিষেবাকে উন্নত থেকে উন্নততর অবস্থানে নিয়ে দাঁড় করাতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে চলেছেন।
কিন্তু খোয়াই জেলার তুলাশিখর আর ডি ব্লকের অন্তর্গত চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল এক ভিন্ন চিত্র। ২৪ ঘন্টা যেখানে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা, সেখানে প্রকাশ্য দিবালোকে মূল গেইটে ঝুলছে তালা। একজন চিকিৎসক এবং একজন নার্স থাকলেও দেখা মেলেনি তাদের। সুইপার এসে দাঁড়িয়ে রয়েছে গেইটের বাইরে।
সুইপার কে জিজ্ঞাসা করা হলে কেন গেইটের বাইরে তালা ঝুলছে এর কোন সদ উত্তর পাওয়া যায়নি। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ না খোলা, তাও তিনি জানেন না। সবচেয়ে অবাক করার মত বিষয় হলো রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগানকে বিসর্জন যে দিয়ে চলেছে একাংশ স্বাস্থ্যকর্মী, তার বাস্তব চিত্র ফুটে উঠলো এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শোভা বর্ধন করে রয়েছে নেশা সামগ্রির বোতল। এই স্বাস্থ্যকেন্দ্রের সরকারি বাসভবন গুলো জঙ্গলে আবৃত। তিনটে কোয়াটার থাকলেও, এখানে কেউ বসবাস করেন না। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলেও নেই এম্বুলেন্স পরিষেবা। গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী এবারে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।