Sunday, September 8, 2024
বাড়িরাজ্যচিকিৎসার জন্য সরকারি সহযোগিতার দাবি

চিকিৎসার জন্য সরকারি সহযোগিতার দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : বিশ্রামগঞ্জ নলা-জলা এলাকার মেয়ের হাতে জন্মের পর থেকে টিউমার। জিবি হাসপাতালে অস্ত্রোপচারের পরেও এই টিউমার সেরে উঠেনি। কুড়ি বছরের মেয়েকে নিয়ে অসহায় মা জ্যোৎস্না বেগম। জ্যোৎস্না বেগম জানান, তার মেয়ে জন্মের পর থেকে হাতে একটি টিউমার জন্মায়।

 যা পরবর্তী সময়ে বেড়ে উঠতে শুরু করে। বর্তমানে মেয়েটির বয়স কুড়ি বছর। আগরতলার জিবি হাসপাতালে একবার এই টিউমারের অস্ত্রোপচার হয়। কিন্তু এই টিউমারটি সেরে উঠে নি। বর্তমানে এই টিউমার হাতের অনেকটা অংশ ছেয়ে যায়। অসহায় এই মেয়েকে নিয়ে তিনি এখন হাসপাতালের চক্কর কাটছেন। জোৎস্না বেগমের স্বামী ও অসুস্থ। অসহায় মেয়েকে কিভাবে সুস্থ করে তুলবেন তা এখনো বুঝে উঠতে পারেন নি তিনি। আরো জানান চিকিৎসার জন্য সরকারি সহায়তা পেলে অনেকটাই সুবিধা হতো তার। কুড়ি বছরের এই অসহায় মেয়েটি কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অসহায় মা জোৎস্না বেগমের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য