স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে মালবাহী চার চাকার গাড়ি উল্টে গিয়ে নিহত এক, গুরুতর আহত একাধিক। ঘটনা সাব্রুম মহকুমার কলাপানিয়া ন্যাচারেল পার্ক সংলগ্ন জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় কলাছড়া বাজারের দিক থেকে TR-08C-1608 নাম্বারের একটি চার চাকার মালবাহী গাড়ি একটি সিমেন্ট ঢালাইয়ের মিকচার মেশিন সহ কিছু শ্রমিক নিয়ে সাব্রুমের মনুঘাটের বেতাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সাব্রুম মহকুমার কলাপানিয়া ন্যাচারেল পার্ক সংলগ্ন জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে করে ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জিত ত্রিপুরা নামে ৪২ বছর বয়সী এক শ্রমিকের। আহত হয় আরও একাধিক শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা ঘটনা প্রত্যক্ষ মনুবাজার দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। কলাছড়া প্রাথমিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্রাবন্তী ভৌমিক রঞ্জিত ত্রিপুরাকে পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করে দেন। পাশাপাশি আহত বাকি ১০ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। এইদিকে দুর্ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মনুবাজার থানার পুলিশ। এদিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়
মৃত্যু হয় আরো এক ব্যক্তির। মৃত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত খামতিং বাড়ি এলাকায়। তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া স্থিত খামতিঙ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক অখ্যাত পরিচিত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অজ্ঞাত পরিচিত এই ব্যক্তির মাথা প্রায় থেতলে যায়। আঘাত লাগে পুরো শরীরে। রাস্তার পাশে পড়ে থাকে একটি বাইক ও। তবে কিভাবে ঘটে এই দুর্ঘটনা তা অবশ্য কেউ বলতে পারেনি।