Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গের সরকারের নিন্দা জানালো ত্রিপুরা বিজেপি

পশ্চিমবঙ্গের সরকারের নিন্দা জানালো ত্রিপুরা বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ। তবে ২০১০ পরবর্তী অর্থাৎ ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে।

তার ফলে বাতিল ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। ডিভিশন বেঞ্চের দাবি, ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি। তাই শংসাপত্র বাতিলের নির্দেশ। এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। এরই মধ্যে এ রায় দিয়েছে কলকাতার হাইকোর্ট। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান প্রাক্তন ওবিসি মোর্চার ভাইস চেয়ারম্যান সমীর ঘোষ। তিনি বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানায় বিজেপি।সাংবিধানিক পদে বসে এ ধরনের কার্যকলাপে যুক্ত থাকার বিষয় পশ্চিমবঙ্গ থেকে একের পর এক ঘটনা সামনে আসছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য