Saturday, January 18, 2025
বাড়িরাজ্যএন ডি পি এস মামলার অভিযুক্ত ধরা পড়লো পুলিশের জালে

এন ডি পি এস মামলার অভিযুক্ত ধরা পড়লো পুলিশের জালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : ৮০৪ গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এন ডি পি এস মামলার আরো এক অভিযুক্ত ধরা পড়লো পুলিশের জালে। জানা যায়, গত ১১ মে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে ৮১ বক্সে ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিলো একটি বাইক।

 বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারি কবির উদ্দিন গ্রেফতার করে। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি এন ডি পি এস এক্টে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে। এই মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরো এক নেশা কারবারির নাম জানতে পারেন। বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেফতার করে।

 রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। পুলিশের ধারণা ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য