Saturday, July 27, 2024
বাড়িরাজ্যচাঁদা সংগ্রহ করার সময় আটক ৩

চাঁদা সংগ্রহ করার সময় আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে :              

আবারও চাঁদা সংগ্রহ নিয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হলো রাজধানীর মোটরস্ট্যান্ড এলাকায়। পরে তিনজনকে আটক করে তুলে যাওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে। পরে ই- রিকশা শ্রমিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, গত ১৫ থেকে ২০ দিন ধরে কিছু বহিরাগত মোটরস্ট্যান্ড এলাকায় এসে ই রিক্সা শ্রমিকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে। এবং তাদের কূপনে কোন রকম নাম-স্বাক্ষর নেই।

তারা ই রিক্সা চালকদের কাছ থেকে শ্রমিক ফান্ডের কথা বলে ৫৭০ টাকা করে গ্রহণ করছে। সেই টাকা মিটিয়ে না দিলে স্ট্যান্ডের ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। বিষয়টি গত ২০-২৫ ধরে প্রত্যক্ষ করতে পেরে সন্দেহ হয় অন্যান্য শ্রমিকদের। কারণ বছরে শ্রমিকদের কাছ থেকে বিএমএস ১২০ কোটি টাকা সংগ্রহ করে। তাই বিষয়টি নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন জবাব দিতে পারেনি। মঙ্গলবার সুমন, দীপঙ্কর, সুদীপ নামে তিনজন যখন চাঁদা সংগ্রহ করছিল এবং ই-রিক্সা শ্রমিকদের সাথে চাঁদা সংগ্রহ নিয়ে জোর জবরদস্তি করছিল তখন খবর পেয়ে শ্রমিকরা সঙ্ঘবদ্ধ হয়ে তাদের আটক করে নিয়ে আসে পূর্ব আগরতলা থানায়। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দাবি করা হয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের যাতে শাস্তির ব্যবস্থা করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য