স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : সম্প্রতি দায়িত্ব পালন করে বাড়ি ফেরার সময় রাজধানীর গনরাজ চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হন সাংবাদিক বাপী রায়। যথারীতি থানায় মামলা দায়ের করার পর পুলিশ পাঁচজন যুবককে আটক করেছে। ঘটনার বিবরণে জানা যায় ১০ মে বাপী রায় গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় গনরাজচৌমুহনী এলাকায় ৫ যুবকের সাথে বাকযুদ্ধ হয়।
এই নিয়ে সাংবাদিক বাপী রায়ের উপর আক্রমণ করে অভিযুক্তরা। এতে বাপী রায়ের মাথা ফেটে যায়। ঘটনার দিন রাতেই বাপী রায় পূর্ব আগরতলা থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন। পূর্ব আগরতলা থানার ওসি জানান ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজে একটি নাম্বার বিহীন স্কুটি দেখা যায়। সেই স্কুটির সুত্র ধরে শনিবার রাতে স্কুটির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব ও জিবন সরকার। তাদের মধ্যে অত্রজিৎ দাস সাংবাদিক বাপী রায়ের মাথায় স্কুটির চাবি দিয়ে আঘাত করে। ধৃতদের সকলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের সকলের বাড়ি জিবি ৭৯ টিলা এলাকায়। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ।