Sunday, October 6, 2024
বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে বিক্ষোভ এভিবিপি -র

বিভিন্ন দাবিতে বিক্ষোভ এভিবিপি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : পানীয় জলের বন্দোবস্ত করা, শৌচালায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কলেজের পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার রাজধানীর রাম ঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভকারিদের অভিযোগ কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার সময় কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। প্রথম সেমিস্টার শেষ হয়ে বর্তমানে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে তারা।

 বর্তমানে ফের একবার তাদের কাছ থেকে কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে। কিন্ত প্রথম সেমিস্টারে তারা কলেজ থেকে কোন পরিচয়পত্র পায় নি। তার উপর কলেজের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। কলেজে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শৌচালয় গুলিও বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। তাদের প্রশ্ন কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে সেই অর্থ কোথায় গিয়েছে। তাই এইদিন তারা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য