স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : নেশায় ছেয়ে যাচ্ছে গোটা রাজ্য। অবশেষে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসলো এনএসএস।
সোমবার বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস শাখার পক্ষ থেকে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় লিফলেট বিতরণ করা হয়। স্কুলের ছাত্রীরা মানুষের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে নেশা থেকে বিরত থাকার জন্য। যাতে আগামী দিন সুস্থ সুন্দর সমাজ নতুন প্রজন্মকে উপহার দেওয়া যায়। গত এক মাস ধরে এ ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।