Sunday, June 23, 2024
বাড়িরাজ্যআমতলী বিদ্যুৎ নিগম অফিসে ঘুঘুর বাসা, মিলছে না সঠিক পরিষেবা

আমতলী বিদ্যুৎ নিগম অফিসে ঘুঘুর বাসা, মিলছে না সঠিক পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : আমতলী বিদ্যুৎ নিগম অফিসে ঘুঘুর বাসা। রবিবার রাতে স্বল্প ঝড় বৃষ্টিতে রাজধানী হাঁপানিয়া স্থিত সুকান্ত পল্লী এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর যথারীতি বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নাম্বারে ফোন করে বিদ্যুৎ সংস্কার করে দেওয়ার জন্য অবগত করা হয় বিদ্যুৎ কর্মীদের। প্রথমবার ফোনের পর বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় না যাওয়ার ফলে দ্বিতীয়বার ফোন করে অনুরোধ জানানো হয়।

 কিন্তু দ্বিতীয় বারও ফোন করে জানানোর পর কোন বিদ্যুৎ কর্মী এলাকায় যায়নি। পরবর্তী সময় আবার বিদ্যুৎ নিগমের কর্মীদের ফোন করা হলে তারা ফোন রিসিভ করা ছেড়ে দেয়। তারপর এলাকাবাসীর পক্ষ থেকে আমতলী বিদ্যুৎ নিগমের অফিসে অভিযোগ জানাতে গেলে একজন সিকিউরিটি গার্ড ছাড়া কাউকে পাওয়া যায়নি। গ্রাহকরা দেখেন হেল্প লাইনের কক্ষে তালা ঝুলছে। অভিযোগ লেখার মত কেউ নেই। অবশেষে বিদ্যুৎ নিগমের অফিস থেকে ফিরে আসতে হয় এলাকাবাসীকে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এভাবে চলছে আমতলী এলাকায় বিদ্যুৎ নিগম অফিস। তাহলে প্রশ্ন হচ্ছে ২৪ ঘন্টা যে পরিষেবা দেওয়ার দাবি রাখা হয় তা কোথায় মিলছে? আরো উদ্বেগ করার বিষয় লক্ষ্য করা গেছে বিদ্যুৎ নিগমের অফিসে। বিদ্যুৎ নিগমের অফিসের বিভিন্ন কক্ষে তালা ঝুললেও বিদ্যুতিক পাখা, লাইট এগুলি চলছে। চেয়ারে পা গুটিয়ে বসে থাকা পরিশ্রমী কর্মীদের সহানুভূতি নেই বিদ্যুৎ অপচয়ের দিকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য