Saturday, July 27, 2024
বাড়িরাজ্যড্রাগস সেবন করার সময় এলাকাবাসীর হাতে আটক ৩

ড্রাগস সেবন করার সময় এলাকাবাসীর হাতে আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : ড্রাগস সেবন করার সময় এলাকাবাসীর হাতে আটক তিনজন। ঘটনা রাজধানীর রামনগর ৩ নং রোড এলাকার হাইকোর্টের কর্মীদের আবাসনে। পরবর্তী সময়ে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে প্রয়াত তপন ঘোষের ছেলে বহিরাগতদের আবাসনে এনে ড্রাগসের আসর জমায়। বিষয়টি নজরে আসে এলাকাবাসীর।

তারপর এলাকাবাসী কাউকে কিছু না বলে সোমবার আবাসনের গেটে বসে থাকে বহিরাগত সহ তপন ঘোষের ছেলেকে ধরার জন্য প্রস্তুতি নেয়। উৎপাতে বসে থাকার কয়েক মিনিটের মধ্যেই দুই যুবক এসে আবাসনে প্রবেশ করে। সাথে সাথে এলাকার যুবকরা আবাসনের ভেতরে প্রবেশ করে তপন ঘোষের ঘর থেকে আটক করে তিন অভিযুক্তকে। এর মধ্যে একজন তপন ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে এভাবে আসর জমছে আবাসনের ভেতরে। ভাইরাসের মধ্যে বিস্তার ঘটছে এলাকায়। অবশেষে এলাকাবাসীর তৎপরতা তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১২ কৌটা ড্রাগস। এবং ৫০০টি খালি ড্রাগসের কৌটা উদ্ধার হয়। যাদের আটক করা হয়েছে তারা ড্রাগসে বুঁদ হয়ে ছিল। পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় তপন ঘোষের স্ত্রী হাইকোর্টের কর্মী। এলাকাবাসী দাবি করছে তিন যুবকের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য