Sunday, September 8, 2024
বাড়িরাজ্যতপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন

তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : চলতি লোকসভা নির্বাচনে ইস্যু হলো সংবিধান রক্ষা করা এবং জাত ভিত্তিক জনগণনা। কারণ দেশে বর্তমান সরকারের আমলে এক অসম বন্টন সৃষ্টি হয়েছে। এই অসম বন্টন দূর করে কোন অংশের মানুষ কত শতাংশ রয়েছে এবং তাদের সঠিকভাবে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। না হলে তারা অর্থনৈতিক ও সামাজিক বিভাজন থেকে মুক্তি হতে পারছে না।

 রবিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এ কথা বলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস। এইদিন ছিল সংগঠনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস। মেলারমাঠ স্থিত আম্বেদকর ভবনে এই দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক সহ অন্যান্যরা। প্রাক্তন বিধায়ক সুধন দাস জানান শোষণ হীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য সমগ্র বিশ্ব জুরে লড়াই চলছে। বিশ্বের একাধিক দেশে শোষণ হীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। ভারতবর্ষে বর্ণ ভিত্তিক শোষণ ব্যবস্থা রয়েছে, এই শোষণ ব্যবস্থার বিরুদ্ধে বর্তমানে লড়াই চলছে। কিন্তু বিজেপি বর্ণবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। দেশের সংবিধানকে ধংস করার চেষ্টা করছে বিজেপি, আরএসএস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য