Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসিপাহীজলার পশু পাখিদের রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে এনক্লোজার

সিপাহীজলার পশু পাখিদের রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে এনক্লোজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে:  গ্রীস্মের প্রচন্ড দাবদাহের হাত থেকে সিপাহীজলার পশু পাখিদের রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে এনক্লোজার। কারণ তাপ প্রবাহের অসহ্য যন্ত্রণায় নির্তেজ পড়ছে সিপাহীজলার পশুপাখি। তাদের সুরক্ষার কথা চিন্তা করে প্রশাসনকে এয়ার কুলারের ব্যবস্থা করতে হলো। জানা যায়, সিপাহীজলা অভয়ারণ্যের বাঘ, ভাল্লুক, সিংহ, মেঘলা চিতা, উল্লুক, ধনেশ পাখি, চশমা বানর, সহ কয়েক শতাধিক প্রজাতির বিভিন্ন জীবজন্তুকে এনক্লোজারে আবদ্ধ করে সংরক্ষিত করে রাখা হয়েছে এই চিড়িয়াখানায়।

বর্তমানে সমগ্র দেশ জ্বলছে প্রচন্ড দাবদাহে। ‘আর এই গরমের মধ্যে সিপাহীজলার এনক্লোজারগুলোতে সংরক্ষিত পশুপাখি গুলোকে স্বস্তি দিতে বিশেষ ধরনের ব্যবস্থা করা হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। বুধবার এ নিয়ে সিপাহীজলা চিড়িয়াখানার পরিচালক বিশ্বজিৎ দাসের সঙ্গে কথা বললে তিনি জানান, গত কয়েক বছর যাবত বরাবরই রাজ্যের তাপমাত্রা গ্রীষ্মকালে ঊর্ধ্বমুখী থাকে। এই সময় এনক্লোসারে আবদ্ধ পশুপাখি গুলোর বিশেষ যত্ন নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই সময় চিড়িয়াখানার পশুপাখিদের রোজ বেশ কয়েকবার জল ঢেলে স্নান করানো, এনক্লোজারের তাপমাত্রা কমানোর জন্য এনক্লোজারের মধ্যে বরফ দেওয়া হয়ে থাকে। তাছাড়াও পশু পাখিদের খাবার-দাবারের সময় আনা হয় বিশেষ পরিবর্তন। মূলত যে সমস্ত ফল বা সবজির মধ্যে জলের মাত্রা বেশি থাকে যেমন লাউ, তরমুজ, শসার মত খাবারগুলো বেশি দেওয়া হয় পশুপাখিদের। জলের মধ্যে ওআরএস এবং ইলেক্ট্রোলাইট মেশানো হয় পশুপাখিদের জন্য। তাছাড়াও বেশ কয়েকটি পশু পাখির এনক্লোজারে এয়ার কুলার এবং বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ নেট এবং চাটাই দিয়ে এক্লোজারের উপর ছাওনি দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হচ্ছে পশুপাখি গুলির উপর। এই বিশেষ নজরদারির জন্য এখনো পর্যন্ত কোন পশু পাখি অসুস্থ হয়নি। উল্লেখ্য, বছরের প্রায় প্রতিটি দিনই সিপাহীজলা অভয়ারণ্য এবং চিড়িয়াখানায় পশুপ্রেমী ও পর্যটকদের ভিড় লেগে থাকে। তাই কি মূল্যবান পশু পাখির রক্ষা করা সরকারের বড় দায়িত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য