Saturday, March 15, 2025
বাড়িরাজ্যমে দিবসে বিক্ষোভ কর্মসূচি

মে দিবসে বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : ঠিকা প্রথায় শ্রমিক নিয়োগ বন্ধ করা, শ্রমিক স্বার্থ রক্ষাকারী শ্রম আইন শিথিল না করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভে শামিল হলো প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন নর্থইস্ট রিজিয়ন। বুধবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি  দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে সংগঠনের উত্তর-পূর্বাঞ্চলের সভাপতি রঞ্জন সেন জানান, কাজের ক্ষেত্রে শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। একইভাবে অনিহ্য ছাটাই বন্ধ করতে হবে। তাহলে আগামী দিনের শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে জন্য আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!