Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন এন এস ইউ আই -র

বিভিন্ন দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন এন এস ইউ আই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করা সহ বিভিন্ন দাবিতে বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল এন.এস.ইউ.আই। এইদিন এনএসইউআই-র পক্ষ থেকে এক প্রতিনিধিদল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশান প্রদান করে।

 ডেপুটেশান প্রদান শেষে এনএসইউআই-র প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। স্কুল গুলিতে নেই পর্যাপ্ত শিক্ষক। বাড়িতে বসে শিক্ষকরা মোবাইলে পাঠ দান করছে ছাত্র ছাত্রিদের। এতে করে ছাত্র-ছাত্রিদের গুনগত শিক্ষা দান ব্যাহত হচ্ছে। তাই তাদের দাবি শিক্ষক স্বল্পতা দূর করতে প্রয়োজনে নতুন করে শিক্ষক নিয়োগ করা হোক। শিক্ষার বেহাল অবস্থা দূর করা হোক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য