স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : রহস্যজনক ভাবে মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শিবু দাস, বয়স ৫৬ বছর। ঘটনা রাজধানীর ভাটি অভয়নগর মোল্লাপাড়া এলাকায়। জানা যায় শিবু দাস আগে রাজ মিস্ত্রির যোগালি হিসাবে কাজ করত। বিগত তিন মাস ধরে কোন ধরনের কাজ করতো না।
তবে সিবু দাস প্রায় সময় নেশা গ্রস্ত অবস্থায় থাকতো। সিবু দাসের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, রবিবার রাতেও শিবু দাস নেশা করেছিল। সোমবার সকালে বাড়িতে শিবু দাসের মেয়ে ও স্ত্রী বাড়িতে ছিল। শিবু দাসের ছেলে কাজে চলে যায়। কাজ থেকে বাড়িতে এসে দেখতে পায় তার বাবা সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে পরে রয়েছে। সাথে প্রতিবেশীদের ডাকা হয়। সকলে মিলে শিবু দাসকে তড়িঘড়ি নিয়ে যায় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সিবু দাসকে মৃত বলে ঘোষণা করে দেন।