Friday, January 24, 2025
বাড়িরাজ্যদেশকে লুটেপুটে খেতে দিয়েছে সরকার : মানিক

দেশকে লুটেপুটে খেতে দিয়েছে সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : যারা দেশকে লুটেপুটে খেয়েছে তাদের স্বার্থে গত দশ বছর কাজ করেছে বিজেপি সরকার। তাই এ সরকারকে উচ্ছেদ করে মানুষের জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং -এর সমর্থনে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসভায় এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 প্রার্থীর পক্ষে ভোট চেয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে পদদলিত হয়ে মানুষ হাহাকার করছে। দিনের পর দিন বেকার সমস্যা, অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং কৃষকরা সঠিক মূল্য না পেয়ে একের পর এক আন্দোলনে শামিল হচ্ছে। এভাবে একটা সরকার দীর্ঘদিন দেশে বিরাজ করতে পারে না। তাই দেশের মানুষকে বাঁচাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আগামী লোকসভা নির্বাচনে এই সরকারটাকে ফেলে দিয়ে ইন্ডিয়া জোট সরকারের প্রতিষ্ঠার আবেদন জানান উপস্থিত সাধারণ মানুষের কাছে। দেশের সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ধর্মনিরপেক্ষতা সবই বিসর্জন দিয়ে দেশটাকে ধ্বংস করে বিদেশী শক্তি হাতে তুলে দিচ্ছে বর্তমান সরকার। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য