স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : কোয়াইফাং এডিসি ভিলেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার সকালে দেবদারু ফাঁড়ী থানার পুলিশের নিকট খবর পৌছায় কোয়াইফাং এডিসি ভিলেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে দেবদারু ফাঁড়ী থানার পুলিশ ছুটে যায় কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
পরবর্তী সময় পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। জানা যায় মৃত ব্যক্তি বিলোনিয়া মহকুমার উত্তর ভারত চন্দ্র নগরের বাসিন্দা অমর কৃষ্ণ দত্ত। তিনি কাজের জন্য একটি ট্রাকে করে চেইন ড্রজার নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। চেইন ড্রজারটি কোয়াইফাং এলাকায় রাস্তার উপর থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। যার ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অমর কৃষ্ণ দত্তর। দেবদারু ফাঁড়ী থানার এক এএসআই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান।