স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : জিবি হাসপাতালে মৃত্যুর হলো সহপাঠীর পরিবারের হাতে আক্রান্ত ছাত্র। মৃত ছাত্রের নাম সাগরজিৎ দাস। মৃত ছাত্রের বাড়ি জিরানিয়া বিদ্যাসাগর চৌমুহনী এলাকায় এবং ছাত্রীর বাড়ি অফিসটিলা বাজার এলাকায়। মৃত ছাত্র সাগরের পিতার অভিযোগ ছাত্রীর মা এবং ভাই তাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছে। তাকে এর আগেও দু’একবার মারধর করেছে অভিযুক্ত পরিবারের লোকজন।
সাগরের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তারপর চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। কিন্তু মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কূলে ঢলে পড়ে সে। ছাত্রীর ভাইয়ের নাম সুরজিৎ দেবনাথ, পিতার নাম গোপাল দেবনাথ এবং মায়ের নাম পূর্ণিমা দেবনাথ। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ছাত্রীর ভাইয়ের বিরুদ্ধে। মৃত ছাত্রের সাথে সেই ছাত্রীর আগে থেকে ভালবাসার সম্পর্ক ছিল। যার কারণে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি পরিকল্পিত বলে জানা যায়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করল মৃত ছাত্রের পিতা সহ জিরানীয়াবাসী।