স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : হিমাচল প্রদেশের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় সোমবার। ত্রিপুরা রাজভবনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
এছাড়াও হিমাচল প্রদেশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক যারা আগরতলাই কর্মসূত্রে রয়েছে এদিনের এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন। এবং নিজ রাজ্যের গৌরবময় অধ্যায় এদিন অনুষ্ঠানে তুলে ধরেন। প্রকৃতির সৌন্দর্যের ঘেরা এই রাজ্যের প্রসঙ্গে রাজ্যপালও বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন বিভিন্ন দিক। এবং আগামী দিনে হিমাচল প্রদেশের আরো উন্নয়ন হবে বলো অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল।