Friday, January 17, 2025
বাড়িরাজ্যইন্ডিয়া জোটকে সমর্থন করল ফরওয়ার্ড ব্লক

ইন্ডিয়া জোটকে সমর্থন করল ফরওয়ার্ড ব্লক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : দেশে গত দশ বছরের মোদী সরকারের আমলে একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষ গনতন্ত্র, আর্থিক সার্বভৌমত্ব, সামাজিক ন্যায় ও কেন্দ্র রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজ আক্রান্ত। ইডি সিবিআই তদন্ত সংস্থাগুলো মোদী শাহর হাতে কলুষিত। দেশে এক অপশাসন চলছে।

গনতন্ত্র বিপন্ন। এই অপশাসন থেকে দেশকে রক্ষা করার জন্য এবারের লোকসভা নির্বাচনে বিজেপি-কে পরাজিত করতে হবে। তাই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একজোট হয়ে ইন্ডিয়া ব্লক গঠন করেছে। যাতে বিজেপি বিরোধী ভোট কোনভাবেই ভাগাভাগি না হয়। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা থেকে সরে যাচ্ছে তা প্রায় নিশ্চিত। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন হবে তা আঁচ করতে পেরেই বিজেপি কর্মীদের মনোবল ধরে রাখার জন্য মোদী কৌশল করে আগে ভাগে বলেই দিচ্ছে ৪০০ আসন পাবে। যা ভিত্তিহীন কথাবার্তা। বিজেপি এবার ২০০ আসন পাবে কিনা এটাই সন্দেহ। সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা শাখা ত্রিপুরার দুটি লোকসভা আসনে এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য।

সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের রাজ্য কমিটির কনভেনার পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, মোদী সরকার আচ্ছে দিনের স্লোগান দিয়ে প্রতিদিন প্রয়োজনীয় নিত্য সামগ্রীর দাম বৃদ্ধি করে চলেছে। গ্যাসের দাম বৃদ্ধি করেছে। ঔষধের দাম বৃদ্ধি করেছে। দেশের বেকারদের জন্য আশানুরূপ কর্মসংস্থান তৈরি করতে পারে নি। বরং উল্টো বেসরকারিকরন সরকারি সম্পত্তি বিক্রি করার আগ্রাসী চেহারা নিয়েছে। সম্প্রতি দেশের সামনে নির্বাচনি বন্ডের নামে কর্পোরেট শাসক গোষ্ঠীর জঘন্য যোগসাজশ ও আর্থিক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে এসে গেছে। এই অবস্থায় দেশকে রক্ষা করা, দেশবাসীকে রক্ষা করা, বেকারদের স্বার্থ রক্ষা এবং গনতান্ত্রিক পরিবেশ পুনরায় ফিরিয়ে আনার জন্য সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা শাখা সন্মানিত ভোটারদের কাছে আবেদন করছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লক সমর্থিত কংগ্রেস দলের প্রার্থী আশীষ কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআই (এম) প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে, রামনগর বিধানসভা উপ নির্বাচনে ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআই(এম) প্রার্থী রতন দাশকে ভোট দিয়ে জয়ী করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য