Monday, March 24, 2025
বাড়িরাজ্যনির্বাচন নিয়ে খোয়াই জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ

নির্বাচন নিয়ে খোয়াই জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : অষ্টাদশ লোকসভা নির্বাচনে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে ভোটগ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলা পুলিশ সুপার ডঃ রমেশ চন্দ্র যাদব জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটগ্রহণের জন্য জেলার ৬ টি বিধানসভা এলাকায় মোট ২০ কোম্পানি জাওয়ান নিয়োজিত রয়েছে।

 তার মধ্যে সি এ পি এফ ১৪ কোম্পানি এবং টি এস আর ৬ কোম্পানি। ৩ টি ক্লাস্টারে প্রতিদিন তিনবার করে ফ্লেগ মার্চ করছে প্রত্যেকটি বিধানসভা এলাকায়। প্রতিটি বিধানসভায় তিনটি করে মোট ১৮ টি নাকা পয়েন্ট রয়েছে। এছাড়া জেলায় প্রবেশের মুখে ক্ষেত্রে ৪ টি জায়গায় ৪ টি নাকা পয়েন্ট রয়েছে। তিনি আরো জানান ২০১৮ বিধানসভা নির্বাচনে ১৮ লক্ষ টাকার মতো নগদ টাকা সহ অবৈধ সামগ্রী আটক করা হয়। এই লোকসভা নির্বাচনে গত ১০-১৫ দিনে ৩৬ লক্ষ টাকার উপর নগদ টাকা সহ অবৈধ সামগ্রী আটক করা হয়। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতার সাথে কাজ করে চলছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য