স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : শুক্রবার রাজধানীর বটতলা এলাকায় আমরা বাঙালি পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী গৌরীশংকর নন্দীর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।
তিনি বক্তব্য রেখে বলেন, গত দশ বছরে বিজেপি সরকার প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। ২০১৪ সালে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন ব্যাংকে থাকা ভারতবর্ষের কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক নাগরিকের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু ১০ বছরের সেই কালো টাকা ফিরিয়ে আনেনি কেন্দ্রীয় সরকার। এমনকি দ্রব্যমূল্য হ্রাস করার যে প্রতিশ্রুতি ছিল সেটাও পূরণ করতে পারেনি সরকার। বরং দ্রব্যমূল্য আরো বেড়েছে। এখন তাদের কাছে গ্যারান্টি দেওয়ার কিছু নেই। তাই এ সরকারকে পরাজিত করার জন্য আহ্বান জানান আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। পাশাপাশি আমরা বাঙালি দলের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী গৌরীশংকর নন্দীকে জয়ী করার আহ্বান জানান তিনি। আয়োজিত পথসভায় এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।