স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : আগামী ১৪ই এপ্রিল হোটেল সোনারতরীর রেঁস্তোরার উদ্যোগে নতুন ফুড মেনু শুরু হতে চলেছে। বাংলা নববর্ষ উপলক্ষে এই নতুন মেনু ১৪ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। সব খাবারের ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। শুক্রবার হোটেল সোনারতরীতে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান হোটেল সোনারতরীর জেনারেল ম্যানাজার সায়ন্তন মিত্র।
তিনি আরো জানান, আগরতলা শহরে বসে নানান রকমের নতুন নতুন খাবার যা বিশিষ্ট শেফের দ্বারা পরিচালিত, যা অবশ্যই স্বাদে গন্ধে রসনার চরম তৃপ্তির স্পর্শ করবে। এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য পহেলা বৈশাখকে আরো বেশি আনন্দ মুখর করে তোলা , এবং পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সোনার তরীর একান্তে এসে এই মুহুতটিকে আরো বেশী মাত্রায় আনন্দিত করে তুলতে অনুরোধ জানান সোনারতরী হোটেলের জেনারেল ম্যানাজার সায়ন্তন মিত্র। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন হোটেল সোনারতরীর শেফ রহিত নন্দন সহ অন্যান্যরা।