Thursday, January 23, 2025
বাড়িরাজ্যবিজেপি -কে পরাস্ত করার জন্য দ্বিতীয়বার সুযোগ এসেছে : মানিক

বিজেপি -কে পরাস্ত করার জন্য দ্বিতীয়বার সুযোগ এসেছে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল :  ২০২৩ বিধানসভা নির্বাচনে যেটা করতে পারেননি সেটা করার জন্য দ্বিতীয়বার সুযোগ এসেছে। এবার এলাকায় সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাসকে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দেন। অনুরূপভাবে পশ্চিম ত্রিপুরা আসনের জোটের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহাকে জয়ী করে দিল্লি পাঠানোর দায়িত্ব নিতে হবে রামনগর বিধানসভার অন্তর্গত মানুষকে। দুই প্রার্থীকে এক নম্বর করে দায়িত্ব প্রদান করা অসম্ভব কোন বিষয় নয়।

 মঙ্গলবার বর্ডার গোলচক্কর এলাকায় সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে ভোট প্রচারে গিয়ে এই কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ। তৃতীয়বারের মতো যদি বিজেপি সরকারে আসে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশে ৬৬ শতাংশ ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক। কিন্তু আজ তাদের হাতে কাজ নেই। ২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিল বছরের দুই কোটি চাকরি দেবে, দশ বছরে কুড়ি কোটি চাকুরি হওয়ার কথা। কিন্তু কোথায় এই চাকুরি প্রশ্ন তুললেন মানিক সরকার। সভায় তিনি আরো বলেন এই জায়গায় যুবকদের ভবিষ্যৎ তৈরি করার জন্য বিকল্প সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আরো বলেন এ সরকার থাকলে গরিব ছেলেমেয়েদের শিক্ষার অধিকার হারাতে হবে। তাই বিকল্প সরকার প্রতিষ্ঠিত করে নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে। আর বলেন দেশের বৃহৎ অংশ কৃষির উপর নির্ভরশীল।

কৃষকদের ন্যায্য মূল্য এ সরকারের জামানায় মিলবে ভাবলে প্রতারিত হতে হবে। তাই কৃষকদেরও এ সরকারকে পরাস্ত করতে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে হবে। এদিকে বিধায়ক তথা ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার সুদীপ রায় বর্মন জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, একটু ভাবুন দেশটা কোন দিকে নিয়ে যাচ্ছে বিজেপি।২০১৪ সালের আগে বিজেপি -র দেওয়া সব প্রতিশ্রুতি ঠুস আর ঠাস। গত ১০ বছরে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি তারা। এমনকি দ্রব্যমূল্য গত ১০ বছরে লাফিয়ে বেড়েছে। এবং এইগুলি বিজেপি করেছে দেশের এক শতাংশ মানুষের স্বার্থে। তাদের হাতে তুলে দিয়েছে দেশের ৪৭ শতাংশ সম্পদ। তাই এ বিজেপি সরকার গরিবের শত্রু। ভোট দেওয়ার আগে দশবার ভাবুন, নিজের পায়ে নিজে কুড়াল মারার চেষ্টা করবেন না। তাই ১৯ এপ্রিল সবাই একযোগে বাড়ি থেকে বের হয়ে সকালবেলা ভোট দিয়ে এই বিজেপি -কে পরাজিত করুন। কারণ বিজেপি চাইছে এক দেশ এক ভোট, এক দেশ এক ধর্ম, এক দেশ এক পোশাক, এক দেশ এক দল। তাই এই কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে পরাস্ত করতে হবে বলে জানান সুদীপ রায় বর্মন। তিনি আরো অভিযোগ তুলে বলেন এই বিজেপির পাল্লায় দেশ ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সবকিছুই হারিয়ে বসতে চলেছে। আগামী প্রজন্মের স্বার্থে এই দেশ রক্ষার দায়িত্ব জনগণকে নিতে হবে। আয়োজিত এ দিনের সবাই এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাস এবং পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য