স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : টেট ওয়ান ও টেট টু পরীক্ষার ফাইনাল আনসার সিটে চূড়ান্ত ভুলের কারণে প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছিল বহু পরীক্ষার্থী। তারপর এ বিষয়টা নিয়ে মামলা গড়ায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার এর শুনানি হয় হাইকোর্টে।
এ বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, টেট পরীক্ষার প্রশ্নের উত্তরপত্রে অনেক ভুল ছিল। যার ফলে প্রাক্তন নম্বর থেকে বঞ্চিত হয়েছিল পরীক্ষার্থীরা। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে দায়ের করা আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। যদিও প্রথমে সিঙ্গেল বেঞ্চ আবেদনকারীদের পিটিশন খারিজ করে দিয়েছিল। পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয়। এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি উঠে। সেখানে দু-পক্ষের সওয়াল জবাব হয়। রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল এর জবাব দিয়েছেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন। তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।