স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক গৃহবধূ। ঘটনা রাজধানীর হিন্দি স্কুল সংলগ্ন এলাকায়। আহত গৃহবধূর নাম রিয়া দাস। তরুণী গৃহবধুর বয়স মাত্র উনিশ বছর।
বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে এই গৃহবধূর। ঘটনার বিবরণের জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী রাহুল দাসের সাথে কামালঘাট লক্ষ্মীপাড়া স্থিত শশুর বাড়ি থেকে রাজধানীর কালীটিলা এলাকায় বাপের বাড়িতে আসার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। গৃহবধূর মাথায় রক্ত জমাট বেঁধে যায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গৃহবধূ।