স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনে অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের দ্বারস্থ হয়। অভিযুক্ত স্কুলের শিক্ষক বাবুল এবং কৃষ্ণার বিরুদ্ধে। অভিযোগ দুই শিক্ষক বিগত দুই মাস ধরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রীদের শারীরিক ভাবে হেনস্তা করা যাচ্ছে।
তাই শুক্রবার অভিভাবকরা স্কুলের দ্বারস্থ হয়। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অভিভাবকরা। এদিন অভিভাবকেরা ক্ষোভ জানান শুক্রবার তাদের স্কুলে আসার বিষয়ে জানানো হলেও, স্কুল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তার পরেও অভিভাবকেরা জানান তারা অপেক্ষা করবেন। স্কুল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নিলে তারা আইনের দারস্থ হবেন। স্কুল কর্তৃপক্ষের তরফে স্কুলের দায়িত্বপ্রাপ্ত মঞ্জনা পাল জানান এই অভিযোগ তাদের আগে জানানো হয়নি। অভিযুক্ত দুই শিক্ষকের নাম বিষ্ণু বিশ্বাস ও বাবল পাল। তবে এর পেছনে মূলত কোন রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ। আর যদি এ ধরনের ঘটনা স্কুলের সত্যিই ঘটে থাকে তাহলে দুই শিক্ষকের বিরুদ্ধে যাতে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য দাবি উঠেছে এদিন অভিভাবক মহল থেকে। তবে এ ধরনের অভিযোগ স্কুলে দুই শিক্ষকের বিরুদ্ধে প্রথমবার উঠেছে বলে জানান স্কুলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা মঞ্জুনা পাল।