Sunday, July 27, 2025
বাড়িরাজ্যনেশার করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সুশান্ত'র

নেশার করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সুশান্ত’র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : আজ সকালে রাজধানী আগরতলা সংলগ্ন  দুর্জয়নগরস্থিত  হলিক্রস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে  অংশ নিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। হলিক্রস স্কুলের  ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবক সকলের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়ের মনোজ্ঞ ক্রীড়ানুষ্ঠানটির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর বক্তব্যে ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য হলিক্রস  স্কুলের শ্রদ্ধেয় ফাদার জর্জ জেকব সহ অন্যান্য ক্রীড়া শিক্ষক সহ সবাই যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তা সত্যিই  প্রশংসার দাবী রাখে বলে উল্লেখ করেন। তিনি বলেন, স্কুলের প্রিন্সিপাল  ফাদার জর্জ জেকব সহ বিদ্যালয়ের সকল অংশের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সহযোগীতায় এবারের হলিক্রস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা স্কুলের গৌরবোজ্জ্বল ইতিহাসে নতুন পালক যুক্ত করেছে এবং স্কুলের শ্রী বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে একথা নির্দ্বিধায় বলা যায়।প্রতিযোগীদের মনোমুগ্ধকর মার্চ পাস্ট ও অন্যান্য পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন,

কেবল পড়ালেখা নয়,  শরীরিক ও মানসিক বিকাশে হলিক্রস স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এমন কর্মসূচিতে যোগ দিতে পেরে তিনি সত্যিই আনন্দিত। মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই খেলাধুলা ও আনন্দময় পরিবেশের সংস্পর্শে বেড়ে উঠলে শিশুর মন হয় উচ্ছল ও আনন্দমুখর। মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের শিশু আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা।শারীরিক শক্তি ও মানসিক

চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। নেশার বিরুদ্ধে বলতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নেশা আমাদের যুবসমাজকে বিষিয়ে তুলছে। বিরাট অংশের যুবসমাজ এই প্রাণঘাতী নেশার করাল ছায়ায় নিজেদের এবং সমাজের বড় ক্ষতির সম্মুখীন করছে। আমাদের সরকারের দ্বারা বিভিন্নভাবে নেশা প্রতিরোধ করার জন্য উদ্যোগ জারি থাকলেও আমাদের যুবসমাজের একটা অংশ কোনোভাবেই নেশার করাল ছায়া থেকে মুক্ত হতে পারছে না। বিশেষ করে আমাদের  বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর আমাদের  রাজ্যের মাননীয়  মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গঠনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন। সরকার নেশা প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিনিয়ত প্রশাসন নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু ক্লাব- সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ সমাজকে নেশা মুক্ত করার অভিপ্রায় নিয়ে নানান কর্মকাণ্ড অব্যাহত রাখছে তবুও নেশার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সভ্যসমাজ, উদ্বিগ্ন আগামী দিনের জন্য যারা ভাবেন তারা। তাই ছাত্র-যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলিক্রস স্কুলের ফাদার জর্জ জেকব (প্রিন্সিপাল তথা সেক্রেটারি  হলিক্রস এডুকেশন ফাউন্ডেশন), ফাদার আদি পল (ভাইস প্রিন্সিপাল), হলিক্রস স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল ফাদার জন, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ সহ হলিক্রস  স্কুলের সকল স্তরের অন্যান্য কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!