স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : ত্রিপুরায় পাচারের সময় ট্রান্সপোর্ট সংস্থার একটি কন্টেনার গাড়ি থেকে বিপুল পরিমান নেশা জাতীয় ফেন্সিডিল কফ সিরাফ আটক হয় বাজারিছড়ার চুরাইবাড়িতে। পাচার কাজে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে লরি চালককে।
জানা গেছে বুধবার সকালে একটি কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে আট নং জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরায় আসার সময় চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌছালে গাড়িটি আটক করে পুলিশ। যার কালোবাজারী মূল্য প্রায় বারো লক্ষাধিক টাকা হবে। লরি চালককে পাকড়াও করেছে পুলিশ। তার নাম অমরেন্দ্রলাল দেববর্মা।বাড়ি ত্রিপুরায়। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার জেলা সি.জে.এম আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।