স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে আগামী ২২ মার্চ সকাল ৯ টা থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শ্রীশ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষ্যে গোবর্ধন মঠ পুরী পীঠধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথ জিও মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তিকমল বৈষ্ণব মহারাজ এবং আরও অন্যান্য বিভিন্ন মঠের সাধুসন্ত উপস্থিত থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে ধর্মীয় আলোচনা করবেন। পাশাপাশি দুপুর একটা থেকে মহা প্রসাদ বিতরণ করা হবে। আগরতলা পেজ ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের পৃষ্ঠা পোষক তথা ত্রিপুরা বিধানসভা উৎপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আয়োজিত এই মহা ধর্ম সভা ও সহস্ত্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান রামপ্রসাদ পাল।