স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : বুধবার কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগরতলা আপনা ঘর বৃদ্ধাবাসে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আই এল এস হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে।
তিনি বলেন, কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে ২০২০ সালে। চার বছরে নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন কল্যাণী দে ফাউন্ডেশনের কর্মকর্তারা। করোনা অতিমারির সময় পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও আপনার ঘর বৃদ্ধা বাসে আগেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশনের এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে হাত বাড়িয়ে দেয় কল্যাণী দে ফাউন্ডেশন। এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে চলেছেন কল্যাণী দে ফাউন্ডেশনের কর্মকর্তারা। বিগত চার বছর ধরে দায়িত্ব পালন করে আসছে কল্যাণী দে ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে বড় ভূমিকা পালন করেছিল সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি প্রতিবছর দুর্গাপূজার সময় বৃদ্ধাশ্রম থেকে শুরু করে বিভিন্ন দুঃস্হ মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ করেন। এদিন আপনা ঘরের বৃদ্ধারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে অত্যন্ত উপকৃত হন।