স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : বুধবার রাতে উদয়পুর পোল্ট্রি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। এদিন রাতে উদয়পুর মহকুমা পল্টি রোড এলাকায় কূষ্ণ সাহার বাড়িতে কেউ না থাকায় চোরের দল এর সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে কূষ্ণ সাহা বাড়িতে প্রবেশ করে এসে দেখে ঘরের দরজা ভাঙ্গা।
খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানায়। কূষ্ণ সাহার ছেলে জানায় বাড়ির বুধবার দিন পারিবারিক কাজে এক নিকট আত্মীয় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সকালে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। চোরের দল নগদ পনেরো হাজার টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।‘