স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : সারা রাজ্যে একদিকে কর্মসংস্থানের অভাব, অপরদিকে নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে। এমনকি মানব পাচারকারীর দিকেও রাজ্য এক নাম্বার স্থানে রয়েছে। এবং দেখা যায় পুলিশ যখন ন্যূনতম ভূমিকা গ্রহণ করে তখন শাসক দলের কর্মীরা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। এবং বেড়ে চলেছে রাজ্যে চুরি ডাকাতির ঘটনা।
পাশাপাশি রাজ্যের স্কুল কলেজে শিক্ষক-শিক্ষিকা নেই, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অভাব। সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে রাজ্যে। এর বিরুদ্ধে রাজ্যের ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ সিদ্ধান্ত নিয়েছে যুব জমায়েত সংগঠিত করার। আগামী ১৪ই মার্চ হবে এই যুব জমায়েত। এদিন সকাল সাড়ে এগারোটার সময় রাজধানীর প্যারাডাইস চৌমুহনি থেকে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ একটি মিছিল সংগঠিত করবে। তারপর ওরিয়েন্ট চৌমহনী এলাকায় জমায়েত সংঘটিত করা হবে। জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডি ওয়াই এফ আই প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।
মঙ্গলবার ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে ঘোষণা দিয়েছেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব। তিনি বলেন, জমায়েতের মূল উদ্দেশ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, নেশা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করা সহ অন্যান্য বিষয়। আয়োজিত কর্মসূচিতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।